Preschool at Home_ A Parent's Guide

বাড়িতে প্রি-স্কুল

শিশুর শেখার যাত্রার অভিভাবক গাইড!

এই Pdf থেকে আমরা কি কি জানতে পারব !
  • ফাউন্ডেশন তৈরি করা-
  • পাঠ্যক্রম অন্বেষণ করা-
  • শেখাকে মজাদার এবং আকর্ষক করা-
  • সাপোর্ট এবং সামনে দেখা-

Products

শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষা সহায়িকা ই-বুক(Pdf) সমূহ-

About

RumonS Campus

“আলোকিত জীবনের হাতেখড়ি”

Founder

মোঃ সাহেদুল হক পাটোয়ারী (রুমন)

Co-Founder

নাসরীন সুলতানা (শোভা)

প্রিন্সিপালপাঠশালা প্রি-স্কুল

ভাইস-প্রিন্সিপালট্যালেন্ট ক্যাম্পাস স্কুল

মাতৃগর্ভ থেকে ৫বছর পর্যন্ত একটি শিশুর সার্বিক-বিকাশ ও প্রারম্ভিক-শিক্ষা প্রদানের ক্ষেত্রে একজন অভিভাবক বাড়িতে বসে নিজেই নিজের সন্তানকে যেন পরিপূর্ণ সহায়তা প্রদান করতে পারেন, তার উপর পূর্ণ ধারনা এবং নির্দেশনা মূলক তথ্য প্রচারের লক্ষ্যে RumonS Campus ওয়েবসাইট- টি তৈরী করা হয়েছে, যা দর্শকদের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে আরো উন্নত ও তথ্যপূর্ণ করা হবে।

শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষা কারিকুলামের তথ্য উপস্থাপনের ক্ষেত্রে ২০১১ সাল হতে শিক্ষাক্ষেত্রে আমার নিজ শিক্ষা-প্রতিষ্ঠানের কাজের ফলপ্রসু অভিজ্ঞতা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষাক্রমের শিখন শেখানো পদ্ধতি অনুসরন করা হয়েছে। প্রারম্ভিক বিকাশ ও শিক্ষাক্রমকে ঢেলে সাজাতে একাধীক যুগোপযোগী শিখন ক্ষেত্রের অধীনে শিশুর সার্বিক বিকাশের ক্ষেত্রগুলো উন্নয়ন নিশ্চিত করার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। শিখন শেখানোর প্রক্রিয়া বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে শিশুতোষভাবে উপস্থাপন করার পদ্ধতি এবং আকর্ষণীয়, উপভোগ্য ও সহজলভ্য শিক্ষা উপকরণ ব্যবহারের কথাও বিবেচনা করা হয়েছে। 

শিশুর সার্বিক বিকাশ ও প্রারম্ভিক শিক্ষা কার্যক্রমে বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রম প্রনয়ণ ও সম্পাদনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই Co-founder নাসরীন সুলতানা (শোভা) কে। 

ওয়েবসাইটি উন্নয়ন ও সম্পাদন করতে গিয়ে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যেতে পারে, যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। এটিকে আরো অভিভাবক সহায়ক ও ত্রুটিমুক্ত করার জন্য পাঠকের যে কোনো গঠনমূলক ও যুক্তিসঙ্গত পরামর্শসমূহ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

ধন্যবাদ।

Shopping Cart