🧑🤝🧑 শিশুর জন্য ক্ষতিকারক পরিবেশ ও বিপদজনক আচরণ-
🎯 আমারা প্রায় অনেকেই শিশুদের ক্ষেত্রে ইচ্ছা বা অনিচ্ছা সত্ত্বেও নীচে উল্লেখিত ব্যাপার গুলো উপেক্ষা করে যাই। আমাদের সবারই এই ব্যাপার গুলো গুরুত্ব সহকারে দেখা উচিৎ
👶 পূর্বে মাতৃগর্ভ থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুর যে পারস্পরিক ক্রিয়ামূলক যত্নের কথা বলা হচ্ছে , তার জন্য ক্ষতিকারক পরিবেশ ও বিপদজনক আচরণগুলাে হলাে-
👉 সামাজিক পরিবেশ
• অপ্রাপ্ত বয়সে বিয়ে ও গর্ভধারণ ;
• গর্ভাবস্থায় মায়ের কোনাে যত্ন না নেয়া ও স্বাস্থ্য পরীক্ষা না করানাে ;
• গর্ভকালীন ও প্রসবকালীন অসুস্থতায় হাতুড়ে ডাক্তার / কবিরাজ / ওঝার কাছে ঝাড়ফুক / চিকিৎসা ;
• প্রসবের পর মায়ের সঠিক ও যথেষ্ট যত্ন না নেওয়া ;
• মেয়ে সন্তান প্রসবের জন্য ‘ মা’কে দায়ী করা ;
• শিশুকে শালদুধ এবং শিশুর ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ না দেয়া ;
• সঠিক সময়ের মধ্যে শিশুকে ৯ টি রােগের টিকা না দেয়া ;
• শিশুকে সম্পূর্ণভাবে গৃহ – পরিচারক / পরিচারিকার ওপর নির্ভরশীল রাখা ;
• শিশুদেরকে অন্যান্য শিশুর সাথে খেলতে এবং মিশতে না দেওয়া ;
• শিশুর উপস্থিতিতে ধুমপানসহ অন্যান্য খারাপ অভ্যাস ;
• শিশুর উপস্থিতিতে পরিবারের সদস্যদের মাঝে মনােমালিন্য বা ঝগড়া করা ;
• শিশুর বয়স উপযােগী কাজের বাইরে অতিরিক্ত কিছু করার জন্যে চাপ সৃষ্টি করা ;
• শিশুর মতামতকে গুরুত্ব না দেয়া , তাচ্ছিল্য বা উপেক্ষা করা ;
• শিশুকে বিদ্রুপ করা, ভৎসনা করা, মারধাের করা এবং শিশুকে অহেতুক ভয় দেখানাে ;
• অন্যের সামনে শিশুর খারাপ দিকগুলােকে তুলে ধরা ;
• শিশুর ভালাে কাজের প্রশংসা না করা ;
• শিশুর সামনে মিথ্যা কথা বলা , অন্যের সাথে দুর্ব্যবহার করা এবং মিথ্যা আশ্বাস দেয়া ।
👉 বস্তুগত পরিবেশের বিষয়সমূহ
• অস্বাস্থ্যকর পরিবেশে মায়ের প্রসব ।
• শিশুকে অস্থ্যকর পরিবেশে লালন পালন করা ।
• শিশুকে বিপদজনক দ্রব্যাদি যেমন –
🎯 ওষুধপত্র, বটি, চুলা, দাহ্যপদার্থ;
🎯 কেরােসিন, পেট্রোল ও ঝুঁকিপূর্ণ পরিবেশ;
🎯 ডােবা, খাল ও পুকুর ইত্যাদি থেকে দূরে না রাখা বিপদজনক ।
শিশুর ক্ষতিকারক পরিবেশ ও বিপদজনক আচরণে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে কারা!
• প্রথমে পর্যায়ে বাবা-মা ও পরিবার শিশুর জন্য ক্ষতিকারক পরিবেশ ও বিপদজনক আচরণ/বিষয় নিয়ে আলােচনা করবেন ;
• বাড়ি বা বাহিরে যেকোন সময় এই ক্ষতিকারক আচরণ / বিষয়গুলি চোখে পড়লে তাৎক্ষণিক পরিবারের সদস্যরা ইতিবাচকভাবে বা কৌশলে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন ;
• পরিবারে এই বিষয়টি নিয়ে আলােচনা করা এবং ক্ষতিকারক আচরণ বা রেওয়াজগুলি বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে।
• এছাড়াও একটি শিশু সার্বিক বিকাশ নিশ্চিত করতে সুষ্ঠ পরিবেশ ও বিপদজনক আচরণ সচেতনতা বৃদ্ধিতে রাষ্ট্র, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান যথাযথ ভুমিকা পালন করতে হবে।