শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষা কার্যক্রমের প্রত্যাশিত যােগ্যতা –
শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রমের আওতায় ২-৩ বছর নিয়মিত স্কুলে উপস্থিত হয়ে অথবা বাড়িতে অভিভাবকদের কাছ থেকে শিক্ষা গ্রহনের পর ৫ বছর বয়সী একটি শিশু যে সকল যােগ্যতা অর্জন করবে বলে প্রত্যাশা করা যায় সেগুলো হলো
- নিজের নাম, পরিবারের সদস্যদের নাম ও ঠিকানা বলতে পারবে।
- পাঠক্রমের অন্তর্ভুক্ত শিশুতােষ ছড়া আবৃত্তি করতে ও গান গাইতে পারবে।
- ১০-১২ লাইনের গল্প বুঝতে পারবে ও সেটা নিজের মতাে করে বলতে পারবে।
- বৃত্ত (গােল), ত্রিভুজ (ত্রিকোণা) ও চতুর্ভূজ (চারকোণা) আঁকতে পারবে।
- ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলাে চিনতে, গুনতে, পড়তে ও লিখতে পারবে।
- সহজ যােগ ও বিয়ােগ করতে পারবে (যােগের ফলাফল ১০-এর বেশি এবং বিয়ােগের ফলাফল ৯-এর বেশি হবে না)।
- ছবি, বর্ণ, শব্দ ও সংখ্যা ছাড়াও বিভিন্ন বস্ত/জিনিসের পার্থক্য, শ্রেণীকরণ ও মিল করতে পারবে।
- শারীরিক ভারসাম্য বজায় রেখে দৌড়াতে, লাফাতে ও খেলাধুলা করতে পারবে ।
- দলীয় খেলায় অংশ নিতে পারবে এবং খেলার সময় সৃষ্ট ছােট-খাটো ভুল বােঝাবুঝি নিজেরাই মিটাতে পারবে।
- ছােট-খাটো কাজ সম্পাদন ও দায়িত্ব পালন করতে পারবে।
- খেলার সময় বা কাজ করার সময় পালাক্রম বজায় রাখতে পারবে।
- বাংলা ও ইংরেজি বর্ণমালা চিনতে, পড়তে ও লিখতে পারবে।
- দুই বর্ণে রচিত শব্দ যেমন-বই, বল, মই, ইত্যাদি পড়তে ও লিখতে পারবে। এবং ইংরেজি তে তিন বর্নে রচিত শব্দ লিখতে ও পড়তে পারবে।
- প্রাকৃতিক উপাদানসমূহ যেমন-চাঁদ, সূর্য, গাছ, পাহাড়, নদী ইত্যাদি চিনতে ও তাদের নাম বলতে পারবে।
- চারু ও কারু কাজের মাধ্যমে তাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারবে।
- পরিস্কার-পরিচ্ছন্ন থাকার উপায়গুলাে শিখবে ও নিজেকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে পারবে।
- প্রচলিত সামাজিক রীতিনীতিসমূহ মেনে চলতে পারবে। যেমন-বড়দেরকে সম্মান দেখানাে (সালাম/আদাব দেওয়া), ধন্যবাদ/শুভেচ্ছা জানানাে, অনুমতি নেওয়া ইত্যাদি।
- জাতীয় ফুল, ফল, মাছ, পাখি ও পশুর নাম বলতে পারবে।
- জাতীয় সংগীতের প্রথম ৮ লাইন গাইতে পারবে।
Thanks!