শিশুর প্রারম্ভিক শৈশব ও সার্বিক বিকাশ বিষয়ক ধারণা

শিশুর প্রারম্ভিক শৈশব ও সার্বিক বিকাশ বিষয়ক ধারণা –

👶 মানুষের জীবন শুরু হয় মায়ের গর্ভে।
• গর্ভধারণের পর থেকে ৫ বছর বয়স পর্যন্ত সময়টি হচ্ছে “ শিশুর প্রারম্ভিক শৈশবকাল” ;
• শিশু ভূমিষ্ঠ হয়ে শারীরিকভাবে বাড়তে থাকে এবং শারীরিক বৃদ্ধির পাশাপাশি তার আচরনগত দিকেও পরিবর্তন ঘটতে থাকে;
• প্রারম্ভিক শৈশব কাল খুবই গুরুত্বপূর্ণ কারণ, এই সময়েই মানবজীবনের পরিপূর্ণ বিকাশের ভিত্তি তৈরি হয়;
• শৈশব হচ্ছে সামাজিক জীবনে যথার্থ একজন মানুষ হিসেবে গড়ে ওঠার ভিত্তি । শরীর এবং মন নিয়েই একটি শিশুর সার্বিক কাঠামাে পূর্ণাঙ্গা হয় । শরীর বেড়ে ওঠে এবং মনও পরিণত হয় ;
• দৈহিক পরিবর্তনের ফলে শরীরের বিভিন্ন অঙ্গের পরিবর্তন এবং দেহ বড় হয় । মনের বা মানসিক পরিণতি লাভ হচ্ছে শিশুর জ্ঞান , মেধা , বুদ্ধি , আবেগ এবং সামাজিক সম্পর্কের পরিণত লাভ ;
• একটি শিশুর পরিণত হওয়ার ভিত্তি তৈরি হয় শিশুর ভ্রুণ অবস্থা থেকে তার পাঁচ বছর বয়স পর্যন্ত । যথার্থ মানুষ হিসেবে গড়ে উঠতে শৈশব থেকে শারীরিকভাবে বেড়ে ওঠার পাশাপাশি একটি শিশুর প্রয়ােজন মানসিকভাবেও পরিণত হওয়া ;
• শিশুর ভবিষ্যৎ বুদ্ধিমত্তা , ব্যক্তিত্ব , নৈতিকতা এবং সামাজিক আচরণ গড়ে ওঠে সেই সমস্ত বিষয়ের ওপর যা তারা । শেখে এবং জীবনের প্রাথমিক পর্যায়ে তারা যেভাবে সেগুলাে শেখে।
🎯 মনে রাখতে হবে, শিশুর সার্বিকভাবে বেড়ে ওঠার জন্য আমাদেরকেই প্রয়ােজনীয় পদক্ষেপ নিতে হবে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart