শিশুর স্বভাব/মেজাজ


👦 শিশুর স্বভাব/মেজাজ -Child Temperament
👉 Temperament বা মেজাজ হচ্ছে একটি মৌলিক মানসিক অবস্থা যা একজন শিশুর ব্যক্তিত্ব বিকাশে ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে শিশুর স্বাস্থ্য ও বিকাশ শিশুর মেজাজ দ্বারা প্রভাবিত । তাই শিশুর বৈশিষ্ট্য জানতে হলে শিশুর মেজাজ সম্পর্কে মৌলিক ধারণা থাকা প্রয়ােজন ।


👉 নিম্নে শিশুর মেজাজ অনুযায়ী শিশুর প্রকারভেদ ও বৈশিষ্ট্য সম্পর্কে আলােকপাত করা হল-
প্রকারভেদ এর্বং বৈশিষ্ট্য –
১। সক্রিয় শিশুঃ-
যেকোনাে কাজে সক্রিয় অংশগ্রহণ করে ।
সর্বদা কোনাে না কোনাে কাজে ব্যস্ত থাকে ।
অন্যদের মনােযােগ আকর্ষণ করে ।
আদর , ভালবাসা ও উদ্দীপনা খোজে ।
২। সাহসী শিশুঃ-
অন্য শিশুদের সাথে খেলায় বা কাজে উদ্যোগ গ্রহণ করে ।
কোন কিছুতে সহজে ভয় পায় না ।
অনুসন্ধানমূলক কাজে আনন্দ পায় ।
আত্মবিশ্বাসী হয় ।
৩। অনমনীয় শিশুঃ-
অধিকাংশ সময়ে মন খারাপ থাকে ।
অপছন্দের বিষয়ে সহজে বিরক্তি প্রকাশ করে ।
নতুন পরিবেশ ও আগন্তুককে সহজে মেনে নেয় না ।
শুরু করলে সহজে থামে না ।
8। নমনীয় শিশুঃ-
ঠান্ডা মেজাজ ও সবসময় হাসি – খুশি থাকে ।
নতুন পরিবেশে সহজে মানিয়ে নেয় ।
বন্ধুসুলভ ও সাহায্যকারী হয় ।
লালন পালনকারীর সাথে সহজে ভাব হয় ।
৫। ভীত শিশুঃ-
নতুন অথবা অচেনা পরিবেশে সহজে ভীত হয়ে পড়ে ।
খেলা ও কাজে অংশগ্রহণে ভয় পায় ।
অনুসন্ধানমূলক কাজে সর্তক থাকে ।
নতুন পরিবেশে সাবধানী হয় ।
৬ . লাজুক শিশুঃ-
অন্য শিশুদের সাথে মেলামেশায় বেশীর ভাগ মৌন থাকে ।
অচেনা লােকদের সাথে শান্তি বা চুপচাপ থাকে ।
কম কথা বলতে পছন্দ করে ।
দৃষ্টি অবনত রাখতে চায় ।
৭. কোমল শিশুঃ-
প্রয়ােজনের তুলনায় কম সক্রিয় হয় ।
নতুন পরিবেশে নিজেকে গুটিয়ে রাখে ।
অধিকাংশ ক্ষেত্রে নেতিবাচক প্রতিক্রিয়া দেখায় ।
লালন পালনকারীকে আকড়ে থাকতে পছন্দ করে ।
৮ . ভীর শিশুঃ-
তুলনামূলক কম উদ্যোগী হয় ।
অচেনা মানুষ সম্পর্কে সর্তক থাকে ।
খেলা ও কাজের সময় সাবধান থাকে ।
অনুসন্ধানমূলক কাজে ভয় পায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart