আপনি কি জানেন, আপনার সন্তান কত বছর বয়স পর্যন্ত শিশু?
• জাতিসংঘ শিশু অধিকার বিষয়ক সনদ অনুযায়ী ১৮ বয়সের নীচে সকলকেই শিশু হিসাবে গণ্য।
• শিশু আইন -২০১৩ অনুযায়ী “বিদ্যমান অন্য কোনে আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুকনা কেন এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, অনুর্ধ্ব ১৮ বৎসর বয়স পর্যন্ত সকল ব্যাক্তি শিশু হিসাবে গণ্য হইবে”
• বর্তমান পরিসংখ্যান অনুসারে বাংলাদেশে মােট জন সংখ্যার শতকরা প্রায় ৪৮ ভাগই এই দলে রয়েছে।
• এই সংজ্ঞা অনুযায়ী শিশু সম্পর্কিত সকল আইন, নীতি ও চর্চা ১৮ বৎসর বয়স পর্যন্ত সবারে ক্ষেত্রে প্রযোজ্য হবে।