শিশুর পরিপূর্ণ বিকাশের উপায়সমূহ-
👦শিশুর জীবনে প্রথম ৫টি বছরকে ধরা হয় শিশুর শারীরিক বৃদ্ধি ও সার্বিক মানসিক বিকাশের ভিত্তি। এ কারনেই একটি শিশুর সার্বিক বিকাশের সুযোগ তৈরির জন্য এই সময়টিতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিতে হবে।
পরিবার ও প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অধীনে শিশুর সার্বিক বিকাশের প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে প্রয়োজনীয় কর্মসূচি শুরু করতে হবে। অর্থাৎ পরিবারে ও প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্রে শিশুর শরীর, জ্ঞান , মেধা, বুদ্ধিমত্তা, আবেগ ও সামাজিক সম্পর্কিত বিকাশের সুযোগ থাকা প্রয়োজন।
প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রে শিশুদের সার্বিক বিকাশের জন্য নিচের ব্যবস্থাগুলো নেয়া যেতে পারে-
👇👇
• শিশুদের শরীরের বিভিন্ন মাংসপেশী ও অঙ্গপতঙ্গ পরিচালনা করার সুযোগ আছে এমন খেলাধুলার ব্যবস্থা রাখা।
• আনন্দদায়ক বিভিন্ন কাজ করার সুযোগে রাখা।
• কার্য-কারণ সম্পর্ককরন এবং সমস্য সমাধানমূলক বিভিন্ন কাজ করার সুযোগ করে দেয়া।
• শিশুদের মধ্যে পাস্পরিক সম্পর্ক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি রাখা।
👉 শিশুর সার্বিক বিকাশের জন্য সবধরনের কাজই শিশু বিকাশ ও প্রাক – প্রাথমিক শিক্ষা কেন্দ্রে থাকতে হবে ।
এছাড়াও পরিবারের ভূমিকা এখানে অপরিসীম। যেহেতু একটি শিশু দিনের বেশির ভাগ সময়ই পরিবারের সদস্যদের মাঝে কাটে, এর জন্য আমাদের সকেলেরই জানা উচিৎ শিশুর সার্বিক বিকাশের জন্য পরিবারের সকল সদস্যদের দায়িত্ব এবং করণীয় কি কি!
🎯 পরবর্তীতে শিশু বিকাশের ক্ষেত্রে পরিবারের করণীয় বিষয় গুলো কি কি তা নিয়ে আলোচনা করা হবে, 👍 সাথেই থাকুন।