শিশুর বুদ্ধিমত্তা

শিশুর বুদ্ধিমত্তা- The child’s intelligence
👉 হাভার্ড বিশ্ববিদ্যালয়ের মনােবিজ্ঞানী প্রফেসর হাওয়ার্ড গার্ডনার মানুষের বুদ্ধিমত্তা নিয়ে অনেক বছর ধরে গবেষণা করেন । তাঁর মতে প্রত্যেক মানুষের জন্য কমবেশি আট ধরনের বুদ্ধিমত্তা রয়েছে । তবে কেউ এর যেকোনো একটি বা দুইটি বুদ্ধিমত্তায় প্রবল, অন্যগুলােতে প্রবল না ।

rumons_campus


🤔 চলুন, প্রথমে জানি সেই বুদ্ধিমত্তার ধরনগুলো কি কি, তারপর খুব সহজের মিলিয়ে নেই, আমার, আপনার বা আমাদের পরিবারের সদস্য ও সন্তানদের বুদ্ধিমত্তার ধরন 👇👇
এই বুদ্ধিমত্তাগুলাে নিন্মরূপঃ-
১। ভাষাবৃতীয় বুদ্ধিমত্তা-
লক্ষণসমূহ- যে শিশুর এই বুদ্ধিমত্তা প্রবল

  • সে শােনা, বলা ও পড়ার মাধ্যমে সহজে শেখে
  • শুনতে পছন্দ করে।
  • বলতে পছন্দ করে।
  • পড়তে পছন্দ করে।
  • লিখতে পছন্দ করে।
  • সহজে বানান করে।
  • গল্প বলে, গল্প লেখে।
  • সাবলীল ভাষায় বিষয়বস্তু উপস্থাপন করে
  • শব্দভাণ্ডার বেশি ও তা যথাযথ ব্যবহার করে ।
  • গুছিয়ে কথা বলে ।
  • প্রখর সমরণশক্তির অধিকারী হয় ।
  • ভাল বক্তৃতা দেয় ।
    ২। যৌক্তিক ও গাণিতিক বুদ্ধিমত্তা-
    লক্ষণসমূহঃ- যে শিশুর এ বুদ্ধিমত্তা
  • সে সংখ্যা ও নকশার সাহায্যে সহজে শেখে
  • গুণতে আনন্দ পায় ।
  • বস্তুর সাহায্য ছাড়াই কোন বিষয়ে সহজে ধারণা লাভ করে ।
  • সংক্ষিপ্ততা পছন্দ করে ।
  • যুক্তি দিয়ে বিচার বিবেচনা করে
  • ধাধা ও অংকের খেলা পছন্দ করে ।
  • সাজিয়ে ও গুছিয়ে রাখতে পছন্দ করে
  • সমাধান করাতে আনন্দপায় ।
  • যুক্তি প্রয়ােগের মাধ্যমে পরীক্ষা – নিরীক্ষা করে ।
    ৩। দৃষ্টি ও অবস্থানমূলক বুদ্ধিমত্তা-
    লক্ষণসমূহ- যে শিশুর এ বুদ্ধিমত্তা প্রবল, সে
  • ছবি, রেখাচিত্র ও রূপকল্পনার সাহায্যে সহজে শেখে-
    • ছবির বিষয়বস্তু সম্বন্ধে চিন্তা করে।
    • ছবির সাহায্যে মনে রাখে ।
    • ছবি আঁকতে ও রং করতে ভালবাসে ।
    • প্রতিকৃতি বানাতে পছন্দ করে ।
    • চার্ট এবং নকশা সহজে বুঝতে পারে ।
    • কোন কিছুর চিত্র সহজে কল্পনা করে
    • রূপক শব্দ ও বাক্য বেশি ব্যবহার করে।
    ৪। ছন্দ ও সংগীতমূলক বুদ্ধিমত্তা-
    লক্ষণসমূহ- যে শিশুর এ বুদ্ধিমত্তা প্রবল সে
  • ছড়া, ছন্দ ও ধ্বনির তালে তালে সহজে শেখে
    • তাল ও লয়ের প্রতি আকর্ষণ বেশি থাকে ।
    • সুর ও ছন্দ সহজে মনে প্রভাব বিস্তার করে।
    • গান পছন্দ করে ।
    • কবিতা ও ছড়া তালে তালে আবৃত্তি করতে পছন্দ করে।
    • বাদ্যযন্ত্র বাজাতে পছন্দ করে ।
    • প্রকৃতির ছন্দময় শব্দ শুনে সহজে আকৃষ্ট হয় ।
    ৫। অনুভূতি ও শরীরবৃত্তীয় বুদ্ধিমত্তা –
    লক্ষণসমূহ- যে শিশুর এ বুদ্ধিমত্তা প্রবল সে
  • শারীরিক কলাকৌশল ও অঙ্গ – প্রত্যঙ্গ ব্যবহার করে সহজে শেখে।
    • খেলাধুলা পছন্দ করে।
    • কোন কিছু সহজে ধরতে বা স্পর্শ করতে চায়।
    • হাতেনাতে কাজ করতে পছন্দ করে ।
    • হস্তশিল্পে দক্ষ হয় ।
    • শরীর ও অজ্ঞা প্রত্যঙ্গের ওপর নিজের যথেষ্ট নিয়ন্ত্রণ থাকে।
    • অংশগ্রহণ করে সহজে শেখে।
    • বস্তু সহজে নিয়ন্ত্রণ করে ।
    • শুনে বা দেখে শেখার চেয়ে যা নিজে করে শেখে তা বেশি মনে রাখে ।
    ৬। প্রাকৃতিক বুদ্ধিমত্তা-
    লক্ষণসমূহ- যে শিশুর এ বুদ্ধিমত্তা প্রবল সে
  • প্রকৃতির গাছপালা, পশু, পাখি সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সহজে শেখে।
    • গাছপালা ও পশু পাখি পর্যবেক্ষণ করতে পছন্দ করে।
    • পশু – পাখি ও গাছ পালার বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করতে পছন্দ করে ।
    • গাছপালা ও পশু – পাখি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পছন্দ করে।
    • গাছ লাগাতে এবং যত্ন করতে ভালবাসে ।
    • জীব – জগতের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করতে পছন্দ করে।
    • প্রাণী ও উদ্ভিদ নিয়ে গবেষণা করতে পছন্দ করে।
    ৭। অন্তঃব্যক্তি বুদ্ধিমত্তা-
    লক্ষণসমূহ- যে শিশুর এ বুদ্ধিমত্তা প্রবল সে
  • একাকী চিন্তা ও কাজ করে সহজে শেখে
    • একাকী থাকতে পছন্দ করে ।
    • কম কথা বলে।
    • অধিক চিন্তা করে ।
    • নিজে নিজে শিখতে চায়।
    • নিজের সম্বন্ধে সচেতন থাকে।
    • কোন ঘটনার পূর্বাভাস সহজে অনুমান করতে পারে।
    • নিজে নিজেই কাজ করতে উৎসাহিত হয় ।
    • নিজের সবলতা ও দুর্বলতা সহজে বুঝতে পারে ।
    • সামাজিক কর্মকান্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখে ।
    ৮। আন্তঃব্যক্তি বুদ্ধিমত্তা-
    লক্ষণসমূহ- যে শিশুর এ বুদ্ধিমত্তা প্রবল, সে
  • অন্যের সঙ্গে ও দলে কাজ করে সহজে শেখে।
    • অন্যের মনের কথা সহজে বুঝতে পারে
    • অন্যের সঙ্গে সহজে সম্পর্ক গড়ে তােলে ।
    • অনেক বন্ধু – বান্ধব থাকে ।
    • অন্যের ঝগড়া মেটাতে পছন্দ করে
    • অন্যের কাজে সাহায্য ও সহযােগিতা করে ।
    • দলে কাজ করতে পছন্দ করে ।
    • সামাজিক পরিস্থিতি সহজে বুঝতে পারে ।

1 thought on “শিশুর বুদ্ধিমত্তা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart