শিশুর বৃদ্ধি ও বিকাশ

👦 শিশুর বৃদ্ধি ও বিকাশ 👇👇
💪 বৃদ্ধি : শরীরের বিভিন্ন অঙ্গ – প্রত্যঙ্গের আকারে বড় ও পরিবর্তন হওয়া ।
🧠বিকাশ : বিভিন্ন অঙ্গ – প্রত্যঙ্গের ব্যবহার এবং ভাষা , চিন্তা – চেতনা , জ্ঞান – বুদ্ধি , বােধশক্তি , অনুভূতি ও ভাবের আদান প্রদানের ক্ষেত্রে ক্রমশঃ অধিক দক্ষতা অর্জন করা।

⏩ বিকাশের বিভিন্ন ক্ষেত্র
১। শারীরিক বিকাশ-
শিশুদের সার্বিক বিকাশের বিভিন্ন ক্ষেত্র রয়েছে । যেমন-
• শারীরিক আকার বৃদ্ধি
• শরীরের শক্তি বৃদ্ধি ।
• ছােট ও বড় মাংসপেশী নিয়ন্ত্রণের সামর্থ্য
• চোখ ও হাতের সমন্বয় সাধনের দক্ষতা ।
২। বুদ্ধিবৃত্তীয় বিকাশ-
যে সকল বিষয় বুদ্ধিবৃত্তীয় বিকাশের সাথে সম্পর্কিত সেগুলাে হলাে –
• বিভিন্ন জিনিস চিনতে পারা এবং এর ব্যবহার সম্পর্কে বুঝতে পারা ।
• বিভিন্ন ঘটনা সম্পর্কে বুঝতে পারা
• ভাল – মন্দ বুঝতে পারা ।
• কার্যকারণ সম্পর্কে বুঝতে পারা
• সমস্যার সমাধান করতে পারা
৩। ভাষাবৃত্তীয় বিকাশ-
ভাষাবৃত্তীয় বিকাশের মূল বিষয় হলাে ভাবের আদান – প্রদান । সুষ্ঠু এবং সাবলীলভাবে ভাবের আদান – প্রদানের জন্য একজন মানুষের বেশ কিছু যােগ্যতা ও দক্ষতার প্রয়ােজন হয় । যেমন
• শুদ্ধ করে কথা বলতে পারা ও ভাষা ব্যবহারের সময় যথাযথ শব্দ প্রয়োগ করতে পারা ।
• অন্যের কথা বুঝতে পারা এবং সে অনুযায়ী সাড়া দিতে পারা ।
• বিভিন্ন প্রশ্ন করতে পারা এবং প্রশ্নের উত্তর দিতে পারা।
• কথার ভাবের সাথে মিল রেখে অভিব্যক্তি প্রকাশ করতে পারা
৪। সামাজিক ও আবেগীয় বিকাশ –
• আবেগীয় বিকাশের অন্তর্ভুক্ত বিষয়গুলাে হলাে –
• অন্যের সাথে মিলেমিলে থাকার দক্ষতা ।
• অন্যকে সহযোগীতা করা এবং নিজের প্রয়োজনে অন্যের সহযাগীতা গ্রহণ করা
• সামাজিক রীতিনীতি মেনে চলতে পারা
• নিজের দায় – দায়িত্ব বুঝে সে অনুযায়ী কাজ করতে পারা
• হার – জিত মেনে নেয়া
• শালীনতার সাথে অনুভূতি প্রকাশ করতে পারা
• অন্যের দুঃখ – কষ্টে , হাসি – আনন্দ অংশীদার হতে পারা
• সামাজিকভাবে গ্রহণযোগ্য আচরণ করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart