শিশুর বৈশিষ্ট্য

শিশুর সাধারণ বৈশিষ্ট্যঃ-
শিশুদের প্রধান দুটি চাহিদা হলাে –
ক ) ভালােবাসা পাওয়া ও বড়দের কাছে গ্রহণীয় হওয়া।
খ ) অনুসন্ধান করা, নানারকম কাজ করা ও নিজস্ব সত্তাকে প্রকাশ করা।


👉 তবে মনে রাখবেন- অন্য শিশুর সাথে আপনার শিশুকে তুলনা/মেলাবেন না। আর শিশুদের শিশুতোষ চোখে দেখুন, বড়দের চোখে নয়।
কারন-
• সব শিশু একরকম নয়। প্রতিটি শিশুই অপর একটি শিশু থেকে আলাদা, তার একটি নিজ সত্তা রয়েছে;
• শিশুরা নিজেদের মত করে পৃথিবী দেখে বড়দের মত করে নয় ;
• শিশুরা কোন কিছুতে বেশিক্ষণ মনােযােগ ধরে রাখতে পারে না ;
• শিশুরা খেলাধুলা করে ও নানা রকম কাজ করে শেখে ;
• শিশুরা আত্মকেন্দ্রিক হয়।
• শিশুরা অনুকরণ করতে পছন্দ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart